সংবাদ শিরোনাম ::
ঈদে মোটরসাইকেল চলাচলে স্বস্তি
ঈদ যাত্রায় মোটরসাইকেল চলাচলে থাকছে না বিধিনিষেধ
Mazhar Islam
- আপডেট সময় : ০৩:২১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
এবারের ঈদে মোটরসাইকেল যাত্রী’দের চলাচলে থাকছে না বিধিনিষেধ। নিজস্ব বাইকে আন্তঃজেলা রুটে চলাচল করা যাবে। এমনকি পদ্মা সেতুও পারি দেওয়া যাবে। তবে কোনো রাইড শেয়ারিং গাড়িতে চলাচল করা যাবে না।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য জানান। বিআরটিএ জানায়, ঈদযাত্রায় মোটরসাইকেলে দুজনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। উভয়ের হেলমেট থাকা বাধ্যতামূলক। পাশাপাশি গাড়ির প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখতে হবে। কেউ নিয়মের ব্যত্যয় ঘটালে পথে থাকা মোবাইল টিম মোটরসাইকেল ঘুরিয়ে দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
বিগত বছরে ঈদ যাত্রায় প্রাথমিকভাবে সরকার কর্তৃক মোটরসাইকেল চলাচলের ব্যাপারে নিষেধাজ্ঞা প্রদান করলেও পরবর্তীতে উঠিয়ে নেয়া হয়। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় যে, সড়ক দুর্ঘটনার জন্য অন্যতম দায়ী এই দ্বিচক্রযান। মোট দুর্ঘটনার প্রায় ৪০ শতাংশই ঘটছে এই মোটরসাইকেলের জন্য।
বিআরটিএ সূত্রে জানা গেছে, সারাদেশে মোট রেজিস্ট্রেশনপ্রাপ্ত যানবাহনের সংখ্যা ৫৯ লাখ ৮২ হাজার ৭৬৫টি। এরমধ্যে মোটরসাইকেলের সংখ্যা ৪৩ লাখ ৪৩ হাজার ৮৮৩টি। রাজধানীতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত ২০ লাখ ৯৩ হাজার যানবাহনের মধ্যে বাইকের সংখ্যা ১১ লাখ ১৪ হাজার ৮০১টি। মোটরসাইকেলে একটি অংশ অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং অর্থাৎ ভাড়ায় চলে। আরেকটি অংশ অনুমোদনহীনভাবে সরাসরি চুক্তিতে চলে।