ফ্যাক্টরিতে সিলগালা।
কুষ্টিয়ার নাসির টোব্যাকোতে কাস্টমস ও ভ্যাট এর অভিযান।

- আপডেট সময় : ০৪:৩৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে
গত ৪ এপ্রিল ২০২৪ এ কুষ্টিয়ার দৌলতপুরস্থ আল্লাহর দরগা নামক স্থানে নাসির টোব্যকো ফ্যাক্টরিতে কাস্টমস ও ভ্যাট কর্তৃপক্ষ কর্তৃক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে দেখা যায় যে সরকারকে ফাঁকি দিয়ে এই ফ্যাক্টরিতে অবৈধভাবে সিগারেট প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে।অভিযানে দায়িত্ব রত কর্মকর্তাগণ টেক্স ফাঁকি দেয়ার জন্য বন্ধ ঘোষণা করে। স্থানীয় প্রতিনিধির সাথে যোগাযোগ করে জানা যায় এ প্রতিষ্ঠানটি বর্তমানে বন্ধ রয়েছে। তাই বাংলাদেশের বাজারে বর্তমানে এই প্রতিষ্ঠানের সিগারেট পাওয়া যাচ্ছে না।
বিশেষজ্ঞগণ মনে করেন , এই ধরনের অভিযান যদি আরওবিভিন্ন স্থানে পরিচালিত হয় তবে সরকার তার প্রাপ্য ভ্যাট ও ট্যাক্স বুঝে পাবে।যা ব্যবহার করে রাষ্ট্র অনেক গুণ এগিয়ে যাবে। তাই সরকারের প্রতি তাদের আবেদন খুঁজে খুঁজে এই সকল কোম্পানিকে আইনের আওতাই এনে তাদের উপযুক্ত শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে এবং তা থেকে প্রাপ্য ভ্যাট ও ট্যাক্স দিয়ে দেশের উন্নয়ন নিশ্চিতকরণ করতে হবে।