ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁও বাজার সোনালী ব্যাংক শাখা থেকে আজ অভিনব কায়দায় ৭৮ হাজার টাকা চুরি হয়েছে।
আজ সকালে সৌদি প্রবাসী স্বামীর পাঠালো রেমিট্যান্স তুলতে গফরগাঁও বাজার সোনালী ব্যাংক শাখায় জলি বেগম ( ৩০) নামে এক নারী গিয়েছিলেন ।
ভুক্তভোগী কাছ থেকে জানা যায় যে তিনি উপজেলার কুকসাইর গ্রামের সৌদি প্রবাসী আবুল কালামের স্ত্রী তিনি স্বামীর পাঠানো ৭লাখ ৪০০০ টাকা উত্তোলন করতে সোনালী ব্যাংকে যান। এক পর্যায়ে তিনি টাকা হাতে পান এবং দেখতে পান অনেকগুলো ৫0 টাকা এবং ২0 টাকার নোটের বান্ডিল। তিনি এতে আপত্তি করেন কিন্তু ব্যাংকের ক্যাশিয়ার উনাকে বড় নোট এর বান্ডেল দিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে আনুমানিক ৬0 বছর বয়সী এবং ৩৫ বছর বয়সী দুই ব্যক্তি এসে ছোটনের পরিবর্তন করে বড়ানোর দেওয়ার আশ্বাস দেয়। নোট পরিবর্তনের ফাঁকে প্রতারক চক্র জোলি বেগমের ৭৮ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। জলি বেগম বুঝতে পেরে চিৎকার করে কিন্তু ব্যাংকের লোকজন এই দুই চোরকে ধরতে পারিনি।
জলি বেগম বলেন, আমি ৭লাখ টাকা উত্তোলন করেছিলাম। ক্যাশ কাউন্টারে আমার অনুরোধ ছিল বড় নোটের বান্ডিল দেওয়ার জন্য। তারা ইচ্ছাকৃতভাবে ছোট নোট দেয়ার কারণেই কাউন্টারের সামনে থেকে আমার ৭৮হাজার টাকা চুরি হয়ে গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত গফরগাঁও থানায় বাদী হয়ে জলি বেগম একটি জেনারেল ডায়েরি করেছেন।
এস এম সজল/ব্যতিক্রম নিউজ
Leave a Reply