ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে অনিয়ন্ত্রিত যানবাহনে প্রধান সড়কগুলোতে বিশৃংখলা-জনদূর্ভোগ লেগেই থাকে। দিনের বেলা বড় ট্রাক, লড়ি চলাচল করা, রাস্তার পাশে ট্রাক থেকে মালামাল লোড-আনলোড করা ও বিভিন্ন যানবাহন রাস্তার উপর এলোমেলো করে রাখায় এ অবস্থার সৃষ্টি হয়।জানা যায়, পৌর শহরের খান বাহাদুর ইসমাইল সড়কের খায়রুল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে জামতলা মোড়, চাঁদনী মোড় হয়ে গোহাটা পর্যন্ত, আবার চাঁদনী মোড় থেকে শিবগঞ্জ রেলক্রসিং পর্যন্ত, গোহাটা থেকে মধ্যবাজার হয়ে আব্দুল বেপারী গেইট পর্যন্ত এবং বুধিয়া মার্কেট সড়কে সকাল থেকেই যানজট লেগে থাকে। ট্রাক, লড়ি, পিকআপ চলাচল করা, সড়কের উপর স্ট্যান্ড থাকা ও ব্যাটারী চালিত অসংখ্য অটোবাইকের অনিয়ন্ত্রিত চলাচলের কারনে জনদূর্ভোগ তৈরি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম বলেন, পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply