ময়মনসিংহের গফরগাঁওয়ে চরআলগী ইউনিয়নে জয়নাল শাহের মাজারে ইসলাম অবমাননা ও নারী-পুরুষে অবাধ নাচ-গান মাদক সেবন সহ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান এবং বিক্ষোভ সভাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।১৬(ফেব্রুয়ারী) মঙ্গলবার সকালে গফরগাঁও ওলামা সমিতির উদ্যোগে গফরগাঁও গো-হাটা ময়দানে সমাবেশের আয়োজন করে।সমাবেশে বক্তব্য রাখেন , জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা হাদিউল ইসলাম, মদিনাতুল উলুম আকবর হোসেন কওমী মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা নজরুল ইসলাম, মসজিদে হেনার খতিব মাওঃ ইসমাঈল হোসেন সিরাজী, জামেয়া কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওঃমনিরুল ইসলাম ,ইসলামী আন্দোলন গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওঃ জয়নুল আবেদীন , খেলাফত যুব মজলিসের সভাপতি মাও. জহিরুল ইসলাম, মাও. আজিজুর রহমান, মাও. আনোয়ার হোসাইন আসাদী ,আল-হেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওঃ ইমরান হোসাইন আজাদ ,নবরবি ইসলামী সাংস্কৃতি ফোরামের পরিচালক ইউসুফ বিন মনির ,মাওঃ নুরুল ইসলাম মাওঃ ইলিয়াস ফরাজী ,মাওঃআল-আমিন ফারুকী ,হাফেজ আনিস,প্রমুখ।
মাওঃ হাদিউল ইসলাম বলেন , গফরগাঁওয়ে সাবেক তিন বারের এমপি মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ মহোদয় জূয়া হাউজী নাটক সহ -সকল অসামাজিক কার্যকলাপে তিনি ছিলেন কঠুর ৷ তাই উনার ছেলে বর্তমান সাংসদ ফাহমি গোলন্দাজ বাবেল উনার পিতার মতো অসামাজিক কার্যকলাপ তথা গান-বাজনা ওরশ-সহ সকল অশ্লিলতার বিপক্ষে কাজ করবেন বলে আশা করেন ৷
মাওঃ মনিরুল ইসলাম বলেন , বন্ড মাজার পুজারীরা যদি দুঃসাহস দেখায় তবে এদের কে রুখে দেওয়া হবে ৷
উলামা সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফেজ নুরুল ইসলাম বলেন ,জয়নাল শাহ মাজারের এই অসামাজিক কার্যক্রম যদি প্রশাসন বন্ধ না করে তবে আগামী ২০ তারিখ গফরগাঁও ব্রীজ অবরুধ করা হবে।মিছিলের নেতৃত্ব দেন গফরগাঁও উপজেলা ওলামা সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফেজ. মো. নুরূল ইসলাম, সাধারণ সম্পাদক মাও. মাহমুদুল হাসান সালমানী ৷
মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হয়ে ইমাম বাড়ি ইদগাহ মাঠে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করে।
Leave a Reply