ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নোংরা পরিবেশ ও মানসম্মত খাবার না থাকায় দুইটি হোটেল ও অনুমোদনহীন দুইটি লরিকে ১৬ হাজার ২শ ৫০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা রসুলপুর ইউনিয়নের বিভিন্ন হোটেলে ও সড়কে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)কাবেরী রায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রান্নায় পঁচা,দুর্গন্ধযুক্ত মাংসের ব্যবহার,বিষাক্ত রাসায়নিকের ব্যবহার,অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াজাত করণের জন্য রসুলপুর ইউনিয়নে সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে ২টি হোটেলে ১৫০০০ টাকা জরিমানা করা হয়। এছারা সড়ক পরিবহন আইন অনুয়ায়ী ২টি লরিকে মোট ১ হাজার ২শ ৫০টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ভূমি কাবেরী রায় জানান, এসময় ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষকে সচেতন করা হয়।জননিরাপত্বা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
Leave a Reply