আমেরিকা'কে ইরানের কঠোর হুশিয়ারী
ইসরাইলের সাথে জড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র’কে চড়া মূল্য চুকাতে হবে- ইরানী জেনারেল

- আপডেট সময় : ০৫:০০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের মদদদাতা এবং দখলদার আমেরিকার সহযোগিতায় অবৈধ রাষ্ট্র ইসরাইল যদি ইরানের অভ্যন্তরে অথবা কোনো স্বার্থ বা অবস্থানে হামলা চালায় তাহলে ইরানের জবাব কী হবে- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমরা সুইস দূতাবাসের মাধ্যমে আমেরিকার কাছে এরিমধ্যে এই বার্তা পৌঁছে দিয়েছি যে, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের পরবর্তী কোনো আগ্রাসী তৎপরতায় তাদের কোনো আঞ্চলিক ঘাঁটি বা সামরিক সরঞ্জামের মাধ্যমে অংশগ্রহণ করে এবং সে সম্পর্কে আমরা যদি নিশ্চিত হতে পারি তাহলে এই অঞ্চলে মার্কিন ঘাঁটি, তাদের লোকবল ও স্থাপনার কোনো নিরাপত্তা থাকবে না। সে অবস্থায় আমেরিকাকেও আগ্রাসী হিসেবে গণ্য করা হবে এবং তার সঙ্গেও একই আচরণ করা হবে।’
তিনি আরও বলেছেন, ‘ইহুদিবাদী (জায়নবাদী) ইসরাইলে হামলার মাত্রাটা ছিল শাস্তি দেওয়ার পর্যায়ের। আমরা এর চেয়ে বহু গুণ বেশি মাত্রার হামলা চালাতে পারতাম। দখলদার ইসরাইলের কোনো জনসমাগমস্থল এবং অর্থনৈতিক কেন্দ্র টার্গেট করা হয়নি।’
মোহাম্মাদ বাকেরি আরও বলেন, ‘আমরা ইহুদিবাদী ইসরাইলকে নতুন কোনো পদক্ষেপের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলছি, নতুন যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হবে অনেক বেশি কঠোর।