এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যে ১০ জন।
- আপডেট সময় : ১১:০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে
জাতীয় পর্যায়ে গৌরবজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বীকৃত স্বরূপ এই বছর অর্থাৎ ২০২৪সালে ১০ জনকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হচ্ছে।
আজ শুক্রবার ১৫ই মার্চ মন্ত্রী পরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এবার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে তিনজন বিজ্ঞান ও প্রযুক্তিতে একজন চিকিৎসা বিদ্যায় একজন পুরস্কার পেতে যাচ্ছেন। এছাড়া সংস্কৃতিতে একজন ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য একজন এবং সমাজসেবায় তিনজন রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক পেতে যাচ্ছেন।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জন মোঃ ফজলুল হক মরণোত্তর, বীর মুক্তিযোদ্ধা শহীদ নাঈম মোঃ নজিম উদ্দিন খান খুররম মরণোত্তর।
বিজ্ঞান ও প্রযুক্তি তে অবদানের জন্য পাচ্ছেন ডঃ মোবারক আহমেদ খান, ডাক্তার হরিশংকর দাস স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।