মিরপুর ল’ কলেজের শিক্ষার্থীদের ইফতার আয়োজন
- আপডেট সময় : ০৩:২৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৮৬৭ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুর’ এ অবস্থিত দেশের স্বনামধন্য মিরপুর ল’ কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল ৩০ মার্চ ২০২৪ তারিখে মিরপুর ১২ নম্বরে অবস্থিত স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অতিথি হিসাবে উক্ত কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আলা -উদ্দীন আহমেদ, উপাধ্যক্ষ জনাব মোদাররেস এলাহী সহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বিগত বছরগুলো’র ধারাবাহিকতায় এই বছরও মিরপুর ল’ কলেজের চলমান বিভিন্ন ব্যাচের উদ্যমী শিক্ষার্থীদের অক্লান্ত প্রচেষ্টায় এই সফল ইফতার আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য পরিলক্ষিত হয়। ইফতারের পাশাপাশি এটি একটি মিলনমেলায় রুপান্তরিত হয়েছিলো। অনুষ্ঠানে কলেজের সম্মানিত শিক্ষকগণ উক্ত আয়োজনের ভুয়সী প্রশংসা করেন এবং এই ধরণের আয়োজন’কে উৎসাহিত করতে কলেজ কর্তৃপক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা’র আশ্বাস প্রদান করেন।