শেখ হাসিনাসহ আরও ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের আবেদন
হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন
![](https://www.batikromnews.com/wp-content/uploads/2024/03/321016917_3485926141650294_7585444640584371217_n.jpg)
- আপডেট সময় : ০৮:০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে।
![](https://www.batikromnews.com/wp-content/uploads/2024/08/7e4e5239cc48b9ec445e4b71097a3fcc-66b7481bcbd0b-300x168.webp)
![](https://www.batikromnews.com/wp-content/uploads/2024/08/37637_IGPs-288x300.webp)
![](https://www.batikromnews.com/wp-content/uploads/2024/08/500-237x300.jpg)
![](https://www.batikromnews.com/wp-content/uploads/2024/08/harun.jpeg)
![](https://www.batikromnews.com/wp-content/uploads/2024/08/dhakatoday1668274431biplob-300x171.png)
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন জনৈক এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি। ম্যাজিস্ট্রেট বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন মর্মে জানিয়েছেন।
মামলার অপর-৫ আসামি হলেন- সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজিপি হারুন অর রশিদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
উল্লেখ্য, ঢাকার মোহাম্মদপুরে ১৯ জুলাই পুলিশের গুলিতে মুদি দোকানদার আবু সাঈদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও, মামলায় বেশ কয়েকজন অজ্ঞাতনামা উচ্চ পুলিশ ও সরকারি কর্মকর্তাকেও অভিযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মো. মামুন মিয়া।